মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)
দেশের ৬৪ জেলার ২৫০টি উপজেলায় ১৫-৪৫ বছর বয়সী ৪৫ লক্ষ নিরক্ষরকে সাক্ষরক্ষজ্ঞান প্রদানের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’ বাস্তবায়ন করছে।
মৌলিক সাক্ষরতা কার্যক্রম: ২য় ধাপ
এ প্রকল্পের ২য় ধাপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষ্যে অবশিষ্ট ১১৪টি উপজেলার ২১ লক্ষ নিরক্ষরকে সাক্ষরতা প্রদানের কার্যক্রম গত মার্চ ২০২০ মাস থেকে শুরু করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হলেও বৈশ্বিক মহামারী কোভিড ১৯ পরিস্থিতির কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায় । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষিতে সরকারি নির্দেশে ০৮ ডিসে্েবর ২০২১ তারিখ হতে সারাদেশে কযোগে এ কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।
রাঙ্গামাটি জেলায় মৌলিক সাক্ষরতা কার্যক্রম: ২য ধাপ
এ প্রকল্পের ২য় ধাপে রাঙ্গামাটি জেলার ৪টি উপজেলার (বিলাইছড়ি, লংগদু, বাঘাইছড়ি, এবং রাজস্থলী উপজেলা) মোট ৫৭,৯০০ নিরক্ষরকে সাক্ষরতা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।
গত মার্চ ২০২০ মাসে শিখনকেন্দ্রসমূহ চালু করার লক্ষ্যে ফেব্রয়ারি ২০২০ মাসের মধ্যে যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়, যেমন- বেজলাইন সার্ভে, শিক্ষক-সুপারভাইজার নিয়োগ, কেন্দ্র স্থাপন, উপকরণ সরবরাহ, শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান ইত্যাদি। কিন্ত্র, বৈশ্বিক মহামারী কোভিড ১৯ পরিস্থিতির কারণে মার্চ ২০২০ মাস থেকে সরকারী নির্দেশে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ ঘোষণা করায় এ প্রকল্পের কারযক্রম শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষিতে সরকারি নির্দেশে ০৮ ডিসে্েবর ২০২১ তারিখ হতে সারাদেশে কযোগে এ কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।
২য় ধাপের শিখনকেন্দ্রের বিবরণ:
ক্র. নং |
উপজেলার নাম |
বাস্তবায়নকারী সংস্থার নাম |
ইউনিয়নের সংখ্যা |
কেন্দ্র সংখ্যা |
জরিপের মাধ্যমে ভর্তিকৃত ১৫-৪৫ বছর বয়সী নিরক্ষর নারী-পুরুষের সংখ্যা |
||
মোট |
পুরুষ |
মহিলা |
|||||
১ |
বিলাইছড়ি |
শাইনিং হিল |
৪ |
১৭০ |
১০,২০০ |
৫,১০০ |
৫,১০০ |
২ |
লংগদু |
শাইনিং হিল |
৭ |
৩০০ |
১৮,০০০ |
৯,০০০ |
৯,০০০ |
৩ |
বাঘাইছড়ি |
আশিকা |
৯ |
৩০০ |
১৮,০০০ |
৯,০০০ |
৯,০০০ |
৪ |
রাজস্থলী |
আশ্রয়অঙ্গন |
৩ |
১৯৫ |
১১,৭০০ |
৫,৮৫০ |
৫,৮৫০ |
সর্বমোট |
৪টি |
৩টি |
২৩টি |
৯৬৫ |
৫৭,৯০০ |
২৮,৯৫০ |
২৮,৯৫০ |
জেলা উপানুষ্ঠিানিক শিক্ষা ব্যুরো, রাঙ্গামাটি পার্বত্য জেলা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস